ওমর ফারুক লালপুর নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে মোহরকয়া ডিগ্রি পাস অনার্স কলেজে লালপুর -বাগাতিপাড়া ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলমাড়িয়া ইউপির মোহরকয়া ডিগ্রি পাস অনার্স কলেজের অধ্যক্ষ ড.মো: ইসমত হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ১ লালপুর -বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু,লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাবনি সুলতানা প্রমুখ।