কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা জিংলাতলি ইউনিয়ন গোপচর জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে ৬ ষ্ট বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্টিত হয়।
আজ ২৫ জানুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় থেকে শুরু হয়।
প্রধান অতিথি,কুমিল্লা ১ আসনের নতুন এমপি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
সভাপতি,মো: আলমগীর হোসেন,চেয়ারম্যান জিংলাতলী ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি,হাজ্বী মো: আবিদ আলী বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ীক,গোপচর।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন,মুফতী আবু রাফে সিদ্দীকী (রংপুরী)খতিব,নিশ্চিতিপুর কেন্দ্রীয় জামে মসজিদ,আশুলিয়া,ঢাকা।
প্রধান আকর্ষণ হিসেবে মূল্যায়ন কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ সন্তানের প্রতি মায়ের অবদান সম্পর্কে আলোচনা করেন,মুফতি হযরত মাওলানা মোজাফফর আল-মোহেব্বী,ইসলামিয়া দাখিল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও দুলারামপুর মসজিদুল আকসা মসজিদের ঈমাম,তিতাস,কুমিল্লা।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন,হাফেজ মাওলানা শফিকূল ইসলাম সাহেব,দাউদকান্দি,কুমিল্লা।
হযরত মাওলানা মুফতি ছফিউল্লাহ বিন আবদুর রব,ভাইস প্রিন্সিপাল,ছামিউস সুন্নাহ মাদ্রাসা।
মাহফিল পরিচালনায়:মো:হেলাল মেম্বার,জিংলাতলী ৩নং ওয়ার্ড।
আজকের তাফসীরুল বার্ষিক মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে আলেম ও মুসলমান আলোচনা শুনতে উপস্থিত ছিলেন।