জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইল উপজেলায় নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক আবু রায়হান।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় নান্দাইল পৌরসভার ৯নং ওয়ার্ডে অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেছেন।জানা যায় তিনি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আবু রায়হান নামটি এখন আর কোনো অচেনা মানুষের নাম নয়। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোয় নামটি হয়ে উঠেছে সবার পরিচিত।
মানবসেবায় তিনি যেন অক্লান্ত। কখনো দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে, কখনো অসুস্থকে সেবা দিয়ে আবু রায়হান দিয়েছেন অন্য রকম মাত্রা।
এ সময় আবু রায়হান বলেন, আমি এই এলাকার সন্তান শীতকালে আমাদের এলাকায় প্রচণ্ড ঠান্ডা ও শৈতপ্রবাহের কারণে অনেক গরীব অসহায় ব্যক্তি কাহিল হয়ে পড়েন। অনেকের শীত নিবারণের জন্য একটি চাদর বা কম্বল কেনার সামর্থ থাকে না। আমার প্রতিবেশীসহ এলাকার অসহায় মানুষদের কথা ভেবে সামর্থ অনুযায়ী গত বছরের মতো এবারো কিছু কম্বল নিয়ে এসেছি। আজ কম্বল বিতরণ অনুষ্ঠানে কোনো অতিথি বা কোনো জনপ্রতিনিধিকে বলিনি।
আমার চাচা হাজী মোহাম্মদ আব্দুল মালেক ফোরকান সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সহ পরিবারের লোকজনদের নিয়ে কম্বল বিতরণ করছি। প্রয়োজনে আরো কম্বল নিয়ে আসবো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তশালীদের এবং মানবিক সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছেন।
কম্বল বিতরণ সময় তার পরিবারের লোকজন ও স্বেচ্ছাসেবক সদস্য সাব্বির আহামেদ সাগর ,রাজিব, তারেক, আকাশ,তানভীর, পাভেলসহ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।