মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার প্রাণকেন্দ্র আল্লারদর্গা বাজারের পাশ দিয়ে প্রবাহিত হিসনা নদী দূষণ মুক্ত ও সংস্কার প্রসঙ্গে শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় আল্লারদর্গা প্রেসক্লাবের আয়োজিত এক মাসিক সভায় এই আলোচনা সভা করা হয়।
প্রেসক্লাবে সভাপতি খন্দকার জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আনামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবে সদস্য ও সাপ্তাহিক দৌলতপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম রেজা বাচ্চু,দৈনিক অগ্নিশিখা দৌলতপুর প্রতিনিধি নাজমুস সাদাত খান,প্রেসক্লাবে কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের সুত্রপাত এর প্রতিনিধি আশিক ইসলাম, আল্লারদর্গা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দৈনিক বিশ্ব মানচিত্র এর স্টাফ রিপোর্টার মিলন আলী,জহুরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক গণকণ্ঠ উপজেলা প্রতিনিধি সম্রাট আলী,ভয়েজ অফ নিউজ এর প্রতিনিধি জোহন মন্ডল।
বক্তারা আল্লারদর্গা বাজারের পাশ দিয়ে প্রবাহিত হিসনা নদী দূষণ মুক্ত, সংস্কার ও দখল মুক্ত করার দাবি তোলেন এবং এই নদী কে পুনরায় খনন করে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার দাবি জানান।