শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে চাঁদার টাকা না দেওয়ায় বসতবাড়িতে হামলা তিতাসে সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন শিকদারের ছোট বোন কামরুন্নাহার শিকদারের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরা মাইক্র স্ট্যান্ডে বিখ্যাত দালালের ভিডিও ভাইরাল হওয়া সেই চাঁদাবাজ গ্রেফতার টেকসই উন্নয়নের পূর্বশর্ত দুর্নীতিমুক্ত সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম আশুলিয়া থানা পুলিশের সফল অভিযান ছিনতাইকালে চাকু দিয়ে হত্যার ঘটনায় আসামি গ্রেফতার জঙ্গল থেকে আব্দুল বারেকের মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, গার্মেন্টসকর্মী শাহনাজ আক্তার এখন তুহিন মিয়া আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল স্বাধীন বাংলা পার্টি তিতাসে মজিদপুর ইউনিয়নে বৈষ্যমবিরোধী মামলায় আ’লীগ ওয়ার্ড সভাপতি আটক চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা

আশুলিয়ায় মোটরসাইকেল চুরি চক্রের দুই সদস্য গ্রেফতার 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

আশুলিয়ায় মাস্টার কি (প্রধান চাবি) ব্যবহার করে এক মিনিটেই মোটরসাইকেল চুরি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ এন্ড ট্রাফিক উত্তর) আব্দুল্লাহ হিল কাফি।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার সদর থানার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ নুর মোহাম্মদ মনা (৩০), একই থানার তালতলা এলাকার সালাম খন্দকারের ছেলে মোঃ সজীব খন্দকার (৩৩)। এ ঘটনায় চক্রের প্রধান নাসির খাঁ পলাতক রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি জানান, বেশ কিছুদিন ধরে চক্রটি সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন ভাবে বিক্রি করতেন।

এ চক্রের প্রধান নাসির খাঁকে এর আগে গত ১৪ ডিসেম্বর মোটরসাইকেল চুরির মামলায় আশুলিয়া ফাঁড়ির ইনচার্জ আরাফাত হোসেন গ্রেপ্তার করে আদালতে পাঠান।

নাসির খাঁ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসময় আদালত তাকে জেলহাজতে পাঠালে গত ১৯ জানুয়ারি তিনি জামিনে মুক্তি পান।

জামিনে আসার সাত দিন পরেই জামগড়ার শিমুলতলা এলাকার একটি বিয়ে বাড়ি থেকে ইয়ামাহা কোম্পানির (আর ওয়ান-৫, ভার্সন-৩) একটি মোটরসাইকেল চুরি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে অভিযান পরিচালনা করে ফরিদপুর জেলার বঙ্গেশরদী থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে নুর মোহাম্মদের শ্বশুরবাড়ি থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এসময় একটি মাস্টার কি (প্রধান চাবি) ও মোটরসাইকেলের তালা ভাঙ্গার অপর একটি চাবি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিরা ২০২০ সাল থেকে একটি চক্র গঠন করে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। পলাতক নাসির খাঁর বিরুদ্ধে এর আগে চারটি মামলা, সজীবের বিরুদ্ধে মাদকসহ ছয়টি মামলা এবং নুর মোহাম্মদের বিরুদ্ধে গাজীপুর ও মানিকগঞ্জে তিনটি মামলা রয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই অমিতাভ চৌধুরী অমিত বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আসামির পরিচয় শনাক্ত করা হয়।

পরবর্তীতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। চক্রটির বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিতাভ চৌধুরী অমিতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩৭ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১৫ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102