মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলা তে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।আয়োজনে উপজেলা প্রশাসন মাগুরা সদর,তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর ঢাকা।
মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে
২৯/৩০জানুয়ারি দু’দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৮ম বিজ্ঞান কুইজ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ
আবু নাসির বাবলু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম।বিভিন্ন বিভাগের কর্মকর্তা গণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।