বিল্লাল হোসেন সাজু স্টাফ রিপোর্টার :
মঙ্গলবার ৩০ জানুয়ারি ২০২৪ বেলা দশটায় এরশাদ নগর হাউজিং,কোনাবাড়ি এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং বিপুল পরিমাণ অবৈধ চুলা,পাইপ,রাইজার জব্দ করা হয়েছে।
অভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড চন্দ্রা জোনের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান,জিএমপি কোনাবাড়ী থানাধীন এরশাদ নগর হাউজিং,কোনাবাড়ি এলাকায়
একটি চক্র রাতের আধারে এই অবৈধ সংযোগ গুলো দিয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈধ গ্রাহক অনুমোদন বিহীন অতিরিক্ত চুলার ব্যবহার করার দায়ে বিচ্ছিন্ন রাইজারের সংখ্যা ৮ টি। বৈধ চুলার সংখ্যা (৩০) অবৈধ চুলার সংখ্যা ৪৪ ডাবল।অবৈধ গ্রাহকঃ অবৈধ রাইজার বিচ্ছিন্ন ও তৎক্ষাণি কিলিং এর সংখ্যা ১৯ টি; চুলার সংখ্যা ১২২ ডাবল। মোট বিচ্ছিন্ন রাইজারের সংখ্যা ২৭ টি।
অবৈধ পাইপলাইন অপসারণ ৩/৪ ইঞ্চি ব্যাস ২৬০ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চন্দ্রা জোনের কর্মকর্তা ও কর্মচারী সহ সাংবাদিক ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।