মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধ
পঞ্চগড়ের বোদা পৌরসভা মোড় হতে পাথরাজ সরকারি কলেজের গেট পর্যন্ত ১কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় দুই হাজার ছাত্রছাত্রী কলেজে আসা-যাওয়া করে, রাস্তাটির বিভিন্ন জায়গায় গর্ত হওয়ার কারণে ছাত্র-ছাত্রীদের কলেজে আসা যাওয়ার সময় অনেক কষ্ট হয়। কলেজপাড়ার বাসিন্দা মুরাদ জানান এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্ট হয়,রাস্তাটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে যাওয়ার কারণে দুর্ঘটনা হতে পারে, এলাকাবাসীর দাবি এই রাস্তাটি সংস্কার করা হলে এলাকাবাসীর অনেক উপকার হবে। কলেজ পাড়ার বাসিন্দা নয়ন জানান, আমাদের ড্রেনের ব্যবস্হা নাই, ড্রেন টি হলে এলাকাবাসীর অনেক উপকার হবে। পাথরাজ সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া উল হক জমাদার গণমাধ্যম কর্মীদের জানান এই রাস্তা দিয়ে পাথরাজ সরকারি কলেজে আসা-যাওয়া করতে ছাত্র-ছাত্রীদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে, তাই মেয়র মহোদয় সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই রাস্তাটি যেন অতিসত্বর মেরামত করা হয়।বোদা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি মহোদয়ের সাথে কথা বলে জানা যায় তিনি বলেন অতিসত্বর এই রাস্তাটি মেরামত করা হবে ইনশাআল্লাহ।