মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে বকেয়া বিল তুলতে গিয়ে পল্লীবিদ্যুৎ সমিতির পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃওরা। সকালে সাভার পৌর এলাকার জামসিং মহল্লায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে সাভারের শিমুলতলা জোনাল অফিস পল্লীবিদ্যুৎ সমিতি ৩ এর পাঁচ কর্মকর্তা ও কর্মচারী জামসিং এলাকায় এক গ্রাহকের বাড়িতে জান ছয় মাসের বকেয়া বিল আদায় করতে। এসময় একদল দুর্বৃওরা তাদেরকে ধরে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করলেও দুর্বৃওরা পালিয়ে যায়। কিকারণে তাদেরকে মারধর করা হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে। অপরদিকে সাভার বাজার বাসষ্ট্যান্ডে পূর্ব শক্রুতার জের ধরে দুই জনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃওরা। আহতদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।