মোহাম্মদ জুয়েল খান বিশেষ প্রতিনিধি খুলনা
বাগেরহাটে ১২ কেজি গাঁজাসহ আকাশ খান (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকাশ খান মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের সুলতান খানের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে, শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে, খুলনা ঢাকা মহাসড়কের পূর্ব পাশে, মাদকের একটি বড় চালান নিয়ে হাত বদলের অপেক্ষা করছে এক ব্যক্তি।
এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে আকাশ খানকে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা বলেও জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, আসামি দীর্ঘদিন জেলার বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ছোট ছোট বাজারে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতার আকাশ খানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীনও বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।