মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা মহম্মদপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে-৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার বিদ্যালয় চত্বরে সম্পন্ন হয়েছে।
“মান সম্মত শিক্ষা চাই” “মাদক মুক্ত শিক্ষাঙ্গণ কাম্য”এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ সিকান্দার আলী চেয়ারম্যান পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া,
সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,
বিদ্যালয়ের দাতা সদস্য ফিরোজ এলাহী মিন্টু প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ।
এ সময়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বৃন্দ,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সন্তান,ম্যানেজিং কমিটির সদস্য গণ,
,শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।