গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ৮ নং ইউনিয়ন ২ নং ওয়ার্ড দক্ষিণ ফলিয়া ভূমিহীনদের আশ্রয় নাই বৃত্ত প্রভাবশালীরাই পেয়েছে গরীব দুঃখী মানুষের নির্মিত ঘরগুলি। যত চেষ্টা করেও কিছু ভূমিহীন এখনো পায়নি প্রধানমন্ত্রীর উপহার আশ্রয় প্রকল্পের তাদের ঠাঁই। সরে জমিনে জানা গেছে এলাকার হতদরিদ্র ভূমিহীন মোছাম্মৎ আমিনা বেগম,মোসাম্মৎ আছিরন বেগম, মোসাম্মদ সাবিনা বেগম,মোহাম্মদ শহীদ মিয়া, শ্রীমতি কুমারি অর্চনা রানী এদের কোন ঘর বাড়ি নাই। আশ্রয়হীন ব্যক্তিগণ বিভিন্ন জায়গায় দিনাতিপাত করছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভূমি হীনদের জন্য ঘর তৈরি করে দিচ্ছেন যাতে মানুষ তার বাসস্থানের নিশ্চয়তা পায়।
প্রশ্ন উঠেছে বোয়ালিয়া ইউনিয়নের ফলিয়া গ্রামের নবনির্মিত (৪০)টি ঘড় ভূমিহীন অসহায় বস্তুহারা মানুষদেরকে না দিয়ে অর্থের বিনিময় তথ্য গোপন করে সচ্ছল এবং পাকা বাড়ি, অর্ধ পাকা বাড়িওয়ালা ব্যক্তিদেরকে ঘরগুলি দিয়েছে। এতে করে মাননীয় প্রধানমন্ত্রী ও বর্তমান সরকারের লক্ষ্য উদ্দেশ্য প্রশ্নবিত্ত করেছে বলে দাবি করেছে এলাকার ভুক্তভোগী সচেতন মহল।
এ বিষয়ে ৮ নং বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবুকে মুঠোফোনে বারবার কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাইবান্ধা সদর এর মাহমুদ আল হাসানকে এ সকল অনিয়মের কথা জিজ্ঞেস করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। কাজগুলি সরজমিনে তদন্ত করে বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারি দলের একাংশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।