মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে তারেক রহমানের নির্দেশে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ধামইরহাটে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন কাশিমপুরে প্রাইজমানি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয় সাতক্ষীরায় নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী নিশি গ্রেপ্তার সাংবাদিকের উপর প্রকাশ্যে হামলা, হত্যার চেষ্টা ও প্রাণনাশের হুমকি রংপুরের কাউনিয়ায় বায়ুদূষণকারী কারখানা ও অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান সাভারের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মহাম্মদপুরের বড়রিয়া গ্রামে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত ভেড়ামারার হালিমা বেগম একাডেমীর বিতর্কিত প্রধান শিক্ষক শফিকুলের অনিয়ম, দূর্নীতির  তদন্তে এবার জেলা প্রশাসন আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা : প্রধান উপদেষ্টা

ফরিদপুর চরগয়েশপুর মধুমতী নদীরে চরে মাগুরা জেলা সীমান্তবর্তী এলাকায় আকাশ হত্যাকারী জাকিরের ফাঁসি চেয়ে মানববন্ধন 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯৫ বার পড়া হয়েছে

 

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার

 

 

ফরিদপুর উপজেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়েশপুর মধুমতী নদীর বালুর চর সংলগ্ন মাগুরা জেলা সীমান্ত এলাকায় আকাশ হত্যাকারীর ফাঁসি চাই, কুখ্যাত খুনী চোর ধর্ষনকারী জাকিরের ফাঁসি চাই ফাঁসি চাই এই শ্লোগানে মানববন্ধন করে এলাকাবাসীর লোকজন। শনিবার বিকাল ৪.৩০ টার সময় চরগয়েশপুর মধুমতী নদীর বালির চরে মানববন্ধন করে চরগয়েশপুর এলাকা ও মাগুরা জেলার সচেতন মহলের শত শত নারী ও পুরুষ এবং বিভিন্ন বয়সের লোকজন।

মানববন্ধনে অংশ গ্রহণ করে ছিলো, নিহত আকাশ শেখের বড় বোন রমিছা খাতুন, বিল্লাল শেখ, রিনা খাতুন, মিনা খাতুন, ফাতেমা, সোনালী, শামীমা, আল্লাদি, সুফিয়া, বিথী, পলি, রোজিনা, সুইটি, মিনা, হাসিনা, ফারজানা, আফরোজা, মমতাজ, সীমা, লাভলী, মনিরা, জেসমিন, আম্বিয়া, মতিয়ার রহমান, জিন্নাগ বেগম আকাশের মা, আকিদুল ইসলাম, মোস্তফা, নাসির, নয়ন, বাবু শেখ, পান্নু শেখ, রিয়াজুল শেখ, শামছুর রহমান, মোফাজ্জেল, নজরুল শেখ, আশরাফুল শেখ, তামিম, শাওন, সৈয়দ, নয়ন, শাহাবুর, রাজু, লাফুজ, রায়হান, মুন্না, সজীব, কায়েম, সাহেব আলী মন্ডল, নিজেল বিশ্বাস, রেজাউল বিশ্বাস, সদু মন্ডল, শহীদ শেখ সহ প্রমুখ এলাকার লোকজন। তারা সবাই মানববন্ধনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে ও ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে খুনি জাকির শেখ সহ এর সাথে জড়িত সকল দোষী ব্যক্তিদের আইনের আওতায় দ্রুত গ্রেফতার করে শাস্তি ও ফাঁসির দাবি জানায়। এলাকাবাসীর বেশ কয়েকজন জানায়, জাকির শেখ একজন ধুরন্দর লম্পট দুশ্চরিত্র ব্যক্তি, চোর, ডাকাতি, মারামারি ইত্যাদি বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত বহু বছর পূর্ব থেকে।

গ্রাম পুলিশ তৈয়বুর রহমান বলেন, বশার মিয়ার বাড়ির সামনে বাঁশের ঝাড়ে আকাশের রক্তমাখা একগোছা চুলসহ শীতের টুপি পাওয়া যায় এবং জাকির শেখের ঘরের পিছনে আকাশের পায়ের স্যান্ডেল ও কবির শেখের ছোট খানা গর্ত পুকুরে বালিমিশ্রিত আরেকটি স্যান্ডেল পাওয়া যায়।

মধুখালি থানার মামলা নং- ০৩ তাং- ৪ জানুয়ারি ২০২৪ মামলার তদন্ত এসআই সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) সান্টু কুমার দেব জানান, মামলার ব্যাপারে মিডিয়া সেলের দায়িত্বরত আছেন অফিসার ইনচার্জ ওসি মোঃ মিরাজ হোসেন।

মধুখালি থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান, মামলায় আকাশের মরদেহ আমরা পেয়েছি মামলা হিসেবে অজ্ঞাত নামা আসামির বিরুদ্ধে, ধারা হিসেবে জাকির নামে একব্যক্তি সে নিখোঁজ। আমরা ধরার চেষ্টা করছি, বাড়ি জাকির আসছিলো কিনা একটা নিউজ আসছিলো আমি তাৎক্ষণিক ভাবে রাত্রে একটা পুলিশের টিম পাঠিয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি। আমরা তৎপর আছি এব্যাপারে আসামি গ্রেফতারের জন্য এবং হত্যা ঘটনার রহস্য উদঘাটনের জন্য তৎপর আছি। তিনি পরিশেষে আরও বলেন, আমরা এ ঘটনা উদঘাটনের জন্য আমরা আসামি গ্রেফতারের জন্যে তৎপর আছি ও আমরা চেষ্টা করে দেখছি এবং মামলার তদন্ত অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৭ পূর্বাহ্ণ
  • ১২:১০ অপরাহ্ণ
  • ১৫:৫৩ অপরাহ্ণ
  • ১৭:৩৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102