মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:
৪৭, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈধ প্রার্থী আমিনুল হক গত ২৯ ডিসেম্বর মৃত্যু বরণ করার কারণে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।
এ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭৮ হাজার ৩ শত ১ জন, মহিলা ৭৮ হাজার ৭ শত ১৩ জন এবং হিজরা ১ জন। অপর দিকে পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৯ হাজার ২৭১ এবং নারী ভোটার রয়েছেন ৯৯ হাজার ৮৪৬ জন।
ধামইরহাট-পত্নীতলা আসনে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকারে বিকল্প দেখছেন না এ আসনের ভোটাররা। আসনটি টানা ১৫ বছর ক্ষমতাসীন আওয়ামীলীগের দখলে। গত ১৫ বছরে এই অঞ্চলে অভূতপূর্ব অবকাঠামো উন্নয়ন সাধিত হয়েছে। রাস্তা-ঘাট উন্নয়ন, গ্রামীন সড়ক পাকাকরণ, প্রান্তিক পর্যায়ে বিদ্যুতায়ন, স্কুল-কলেজ, মাদরাসায় নতুন ভবন নির্মানসহ দৃশ্যমান উন্নয়ন মানুষের চোখে-মুখে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকারের বিকল্প দেখছেন না নওগাঁ-২ আসনের ভোটাররা।
আগামী নির্বাচনে নৌর্কা মার্কায় ভোট দিয়ে ইতিহাস ঐতিহ্যের ধামইরহাট উপজেলা ও সম্ভাবনাময় পত্নীতলা উপজেলার গনমানুষকে একাত্বতায় এনেছেন দলীয় নেতাকর্মীরা। ভোটারদের কাছে তুলে ধরা হচ্ছে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা।
মানুষ এখন উন্নয়ন চায়, আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা থাকলে যে উন্নয়ন হয়, আর বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকলে দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়,
ধামইরহাট বাসী এলাকার উন্নয়ন জন্য বিশেষ করে তরুন প্রজন্মরা এই উন্নয়নের ধারাবাহিকতাকে ধরে রাখার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে অপেক্ষমান। আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল পরিমান ভোট বিপ্লবের মাধ্যমে এই আসনটিতে নৌকার বিজয় হবে বলে শতভাগ আশাবাদি।
সাধাারণ ভোটাররা বলেন, আমরা ধামইরহাটে একটি সরকারী কলেজ, একটি সরকারী মাধ্যমিক বিদ্যালয় ও ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আই.এইচ.টি) এবং এমবিএ পড়ার সুযোগ পিয়েছি, আমাদের সন্তানরা নিজ উপজেলা থেকেই উন্নত শিক্ষা গ্রহণ করতে পারবে, তাই আগামীতে আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকার কে মন্ত্রী হিসেবে দেখতে চাই এবং এলাকার বাকী উন্নয়ন সাধিত করে নিতে চাই, এলাকাবাসী মনে করছেন এই আসনে উন্নয়নের স্বার্থে তরুন প্রজন্মসহ সাধারণ ভোটাররা এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকারকে বেছে নেবেন।