জেনিফ নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে রসুলপুর আলিম মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর আলিম মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে আলোচনা সভায় বক্তাগন ভালো ফলাফল অর্জনের সহায়ক হিসেবে পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনামূলক উপদেশ ও পরামর্শ প্রদান করেন।
রসুলপুর আলিম মাদ্রাসায় অধ্যক্ষ মাও: মো: আবদুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগ নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক আবু নাঈম ভূঁইয়া ফারুক।
এসময় প্রধান অতিথি উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইঁয়া ফারুক বলেন শিক্ষাই হবে তোমাদের জীবনের সর্ব শ্রেষ্ঠ অর্জন।তোমাদেরকে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যানে আত্মনিয়োগ করতে হবে। একদিন তোমরাই হবে আগামী দিনের শ্রেষ্ঠ দেশ প্রেমিক ও সুনাগরিক। তোমাদের মাধ্যমেই জাতির ভাবমূর্তি সারাবিশ্বে উজ্জল হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষায় ব্যাপক উন্নয়ন করছেন। প্রতিটি ছেলে-মেয়েকে শিক্ষিত করার জন্য কাজ করেছেন।
আলোচনা সভার সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: আবদুছ ছালাম বলেন মুখস্ত বিদ্যায় নয়, জ্ঞান ভিত্তিক বিদ্যা নিয়ে এগিয়ে যেতে হবে।আমাদেরকে মানুষের কল্যানে, রাষ্ট্রের কল্যানে শিক্ষা গ্রহণ করতে হবে। তোমাদের নম্র-ভদ্র হতে হবে। জ্ঞান ভিত্তিক পড়া লেখা করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তোমাদের ভালো ফলাফল করতে হবে,এমন কোন কাজ করবে না, যাতে মাদ্রাসার সুনাম ও পরিবেশ নষ্ট হয়। লেখা পড়ার মাধ্যমে এই জাতিকে কিছু দিতে পার, তার চেষ্টা তোমাদের করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও:মো: রফিকুল ইসলাম সাহেব(সাবেক অধ্যক্ষ রসুলপুর আলিম মাদ্রাসা) মাও:মো: আব্দুল হাই (অধ্যক্ষ, আচারগাওঁ ফাজিল মাদ্রাসা), মাও: আবুল হাসান মো: এনামুল হক অধ্যক্ষ ঘোষপালা ফাজিল মাদ্রাসা, জনাবা,তামান্না আক্তার আহবায়ক,মহিলা আওয়ামীলীগ নান্দাইল উপজেলা, বিশিষ্ট লেখক,সু- সাহিত্যিক ও গবেষক,জনাব আব্দুল জলিল ভূঞা সাহেব সাবেক সিনিয়র শিক্ষক রসুলপুর আলিম মাদ্রাসা, মাও:মো:শহিদুল্লাহ পীর সাহেব,রসুলপুর দরবার শরীফ, মিজানুর রহমান খোকনসহ আরো উপস্থিত ছিলেন,ওলামা,শিক্ষকবৃন্দ, সুধীজন ও আওয়ামীলীগের স্হানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন মো:সুজাদ রায়হান বুলবুল শরীর চর্চা শিক্ষক রসুলপুর আলিম মাদ্রাসা।
আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে সারাদেশে একযোগে এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালের দাখিল পরীক্ষায় রসুলপুর আলিম মাদ্রাসা থেকে ৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।