জাহাঙ্গীর আলম অণ`ব
ইচ্ছা ছিল তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব,
সীমান্তের নিল আকাশ পেরিয়ে
কোন এক বাতাবনে চিলে কোঠা
বানিয়ে রংধনু আঁকবো।
হয়তো শালিক বেশে ময়ুর পাখনায় পেখম মেলে,
দুর আকাশে মেঘের ভেলায় ভাসবো।
খুব ইচ্ছা ছিল জানো অঝরার নীল রং এ তোমাকে কেমন লাগবে সেটা বড্ড দেখার।
তোমার পায়ের নুঁপুরের ধ্বনিতে মুখরিত হবে সাজের প্রহর।
তুমি না চাইলেই হবে এক পশলা বিরিষ্টি,
আনমনা তৃষান্ত দুটি চোঁখে
মন ভোরে তোমেকে দেখবো।
আর সিনিগ্ধ সন্ধ্যায় তোমার
হাতের এক কাফ কফির মোহে
ডুবে থাকবো দুজন॥