নিজস্ব প্রতিবেদক:
দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের ছোয়ায়, অন্য দিকে পিছিয়ে পড়ছে স্বাস্থ্যখাতের সেবার মান। দেশে নামে বেনামে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে ক্লিনিক ডায়াগনষ্টিক সেন্টার। সরকার যেখানে স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন,যেখানে স্পর্ট নিদর্শনা দিয়েছেন নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য। তারই ধারাবাহিকতায় সংবাদ সম্পাদনার জন্য সাভার উপজেলার নিবন্ধন বিহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গুলো চিহ্নিত করতে মাঠ পযার্য়ে কাজ শুরু করে দৈনিক সবুজ বাংলাদেশ পএিকার নিজস্ব প্রতিবেদক আলী রেজা রাজু ও দৈনিক দেশ প্রতিদিনের রুমন জোয়ার্দার জনি ঢাকার সাভারের হেমায়েতপুর সিঙ্গাইর সড়কে অবস্থিত ইউনিক হাসপাতালে (১০ ফেব্রুয়ারী) ইং তারিখে দুপুর অনুমানিক ১:২০ সময় প্রবেশ করে উক্ত হাসপাতালের অভ্যর্থনা বিভাগে মালিক পক্ষের সাথে কথার বলার জন্য জানায়। অনুমতি পেয়ে মালিক পক্ষের সাথে কথা বলার জন্য উক্ত হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত হাসপাতালের অফিস রুমে প্রবেশ করে। প্রবেশের পর মালিকপক্ষ অফিসরুমে ৩/৪ ও একজন ডা: সেখানে অবস্থান করছিলেন। তাদের কাছে জানতে চায় প্রতিষ্ঠান অনুমতিপ্রাপ্ত কি’না জানতে চায়লে তারা সাংবাদিক আলী রেজা রাজু,ও রুমন জোয়ার্দার জনিকে মাধধর ও মানসিক ভাবে লাঞ্চিত করে তাদের কাছে থাকা প্রতিষ্ঠানের আইডি কার্ড ছিনিয়ে নেই। ২/৩ ঘন্টা সেখানে অবরুদ্ধ করে রাখে এবং জিম্মি করে ভিডিও ধারণ করে।জীবন নাশের হুমকি প্রদর্শন করে।পরর্বতীতে তাদেরকে মুঠোফোন ফেরত দিয়ে সেখান চলে যেতে বলে।তারা তাদের সহকর্মীদেরকে অবগত করলে তারা তাৎক্ষণিক উপস্থিত হয়ে তাদের প্রতিষ্ঠানের আইডি ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে।পেশাগত কাজে বাধা,শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত বিষয়ে হাসপাতাল কর্তপক্ষের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
হাসপাতাল কর্তপক্ষ বিরুদ্ধে উঠা সতত্য পাওয়া গেছে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবার আলী খান জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।