জাহাঙ্গীর আলম অর্ণব
হাজার বছর ধরে তোমার
অপেক্ষাতে …
আজ ও তোমায় খুঁজছি
নীল খামের ভিতরে চিরকুঠের অভিসারে।
নিশ্চুপ কোন নিদ্রাহীন রাতে,
খুঁজেছি তোমার প্রতিটি চিঠির মাঝে..।
হয়নি বলা অনেক কথা
কথার ফুলঝুরি রেখেছি লুকিয়ে,
স্মরণে গেঁথেছি বকুল মালা,
তুমি আসবে বলে
ক্লান্তির শহরে স্বপ্ন এঁকেছি সারাবেলা।
তুমি বলেছিলে ছাড়বেনা হাত
যতই আসুক জীবন সংকট।
আমি বলেছিলাম মুচকি হেসে
তুমি আমার শেষ দীর্ঘশ্বাস ।
অথয় নীলে পড়ন্ত বিকালে হাটবো চলন বিলে,
তুমি হাঁটবে আমার কাঁধে মাথাটি হেলিয়ে দিয়ে।
আজ ও আমি অপেক্ষা তে রয়েছি অনেক দুরে,
চিলেকোঠার বারান্দাতে এক কাপ কফি নিয়ে।।