মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত। মাগুরা জেলা পুলিশের আয়োজনে গত ১৭ ফেব্রুয়ারি পুলিশ লাইন্স মাঠে “পুলিশ সুপার কাপ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল”খেলা অনুষ্ঠিত হয়েছে।পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা পুলিশ সুপার
মোঃমশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার) মাগুরা।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় দূর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে কর্ণফুলী টানেল ক্রিকেট টিম এবং রানার্সআপ হন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ক্রিকেট টিম। খেলা শেষে
চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে প্রধান অতিথির কাছ থেকে ট্রফি গ্রহণ করেন চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দল।
প্রধান অতিথির বক্তব্যে মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপি এম (বার) বলেন,,পেশাগত কাজের পাশাপাশি দেহমন সুস্থ রাখতে এবং শরীর ঠিক রাখতে খেলাধুলা একান্ত প্রয়োজন,খেলাধুলা কাজের গতিকে আরও বাড়িয়ে দেয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), দেবাশীষ কর্মকার,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),
মোঃমোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্য এবং প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিকবৃন্দ।