মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশনায় বোদা থানার এসআই মোঃ আমজাদ আলী মন্ডল, এসআই আব্দুস সালাম, এএসআই মোহাম্মদ সেকেন্দার বাদশা ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২১/০১/২০২৪ খ্রিঃ ১৯.১৫ ঘটিকায় বোদা থানাধীন ২ নং ময়দানদিঘী ইউপির ময়দানদিঘি এলিট পাম্পের সামনে পাকা রাস্তার উপর অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাজা বিক্রয়ের সময় আসামি ১। মোঃ মো: আব্দুল করিম(২৬), পিতা- মৃত আবুল কাশেম, সাং- মোলানি পাড়া , থানা-পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়কে ২০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই মোঃ আমজাদ আলী মন্ডল এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি মো: আব্দুল করিম বিরুদ্ধে বোদা থানার মামলা নং ২৪, তারিখ ২১/০১/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হবে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।