মোঃ পিয়ারুল ইসলাম
মা আমার প্রথম স্পর্শ প্রথম চোখের দেখা,
মা আমার দিনের আলো প্রথম মুখের ভাষা,
মা জননী প্রথম সকাল প্রথম সন্ধ্যা বেলা।
মা ডাকটি অতি মধুর সর্বস্বাস্ত্রে কয়,
মায়ের মত আপন কেহ ত্রিভুবনে নাই,
মায়ের পরশ পেয়ে মোরা ধন্য হলাম তাই।
মা জননী কষ্ট করে ভালো রাখে তার সন্তানকে,
সেই মাকে বড় হয়ে সন্তান পর করে কেমনে!!!
সন্তানেরই কষ্ট হলে মা জননী কষ্ট পায়।
স্রষ্টার পরে মাগো তোমার শ্রেষ্ঠ সম্মান,
মাগো তুমি সবার সেরা তুমি মহান।
সন্তানের সুখের জন্য মায়ে কত নিশি জাগে প্রার্থনায়।
আমার জীবন জুড়ে মাগো শুধুই তোমার মায়া
মা-ই জীবনের প্রথম আলো প্রথম সুখের ছায়া।