মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে-৩ দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব শুরু হয়েছে।গত ১৯ ফেব্রুয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার চত্বরে এ বইমেলা ও পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।একুশে ফেব্রুয়ারী পর্যন্ত বইমেলা ও পিঠা উৎসব চলবে।
বইমেলা ও পিঠা উৎসব এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড,আবু আব্দুল্লাহেল কাফী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো,অধ্যক্ষ মিজানুর রহমান মিলন,থানার পরিদর্শক বোরহান উল ইসলাম,সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বইমেলা উপলক্ষে-২০টি স্টল স্থান পেয়েছে।বই পিঠাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র স্টল গুলোতে পাওয়া যাচ্ছে।অনেক দিন পর এ ধরনের একটা আয়োজন করায় উপজেলা সকল শ্রেণী পেশার মানুষ আনন্দিত।এবিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল জানান,,ইতিহাস ঐতিহ্য ভরা মহম্মদপুরে শিল্প সাংস্কৃতিক চর্চার জন্য এধরনের আয়োজন করা হয়েছে।