মোঃশফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
মাগুরা সদর উপজেলার ঘোড়ামারা পারফেক্ট এডুকেশনাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাম। বিশেষে অতিথি ছিলেন, উপস্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ লিয়াকত আলী। সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি মীর মনিরুল ইসলাম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শরীফুল মোল্লা, মাতব্বর সৈয়দ আলী মোল্লা, রাজনীতিবিদ মর্জিনা বেগম, প্রধান শিক্ষক মুনছুর আহমেদ সহ শিক্ষক ও ছাত্রী বৃন্দগণ। সোমবার উনিশে ফেব্রুয়ারী ২০২৪ স্কুলের মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাম ছাত্রীদের মাঝে খেলাধুলার জয়ী হওয়ার জন্য পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আশরাফুজ্জামান হিসাম বলেন, ৯ম ও ১০ম শ্রেনীর কার্যক্রম শুরু হবে এ বছরই। তিনি আরও বলেন ক্রিড়া শরীর ও মনকে ভালো রাখে, আর স্কুলের উন্নয়নের জন্য যাবতীয় কাজের উন্নয়নের জন্য সর্বাধিক সহযোগিতা করা হবে।