মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে শহীদ মিনারে সকল ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাংলাদেশ পুলিশ, মুক্তিযুদ্ধ ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠন, পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাংবাদিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় শিশুদের বাংলা কবিতা আবৃতি ও বাংলা শব্দ নিয়ে কুইজ প্রতিযোগিতা, ভাষা আন্দোলন ও এ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের , প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ ফরহাদ হোসেন, ধামইরহাট থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানসহ আরো সুধীজন। এসময় বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।