মোঃ রোমান হোসেন বিশেষ প্রতিনিধি
সাভারে ইসলামী শিক্ষা একাডেমীর বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভার তালবাগ দক্ষিণ দড়িয়াপুর এলাকায় একাডেমির মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামী শিক্ষা সহায়ক সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বাহাদুর ইসলাম ইমতিয়াজ প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান, মহাসচিব প্রতিষ্ঠাতা ইসলামী শিক্ষা সহায়ক সংস্থা
এ সময় শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।