শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

বোদা থানায় হত্যা মামলায় একজন আসামি এবং ওয়ারেন্টভুক্ত একজন আসামি গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশক্রমে দুজন আসামিকে গ্রেফতার করা হয়।

২৭/০১/২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ৩.০০ ঘটিকায় ভিকটিম নুরুল ইসলাম, পিতা- মৃত ইয়াছিন আলী, সাং- কাউয়াখাল, থানা- বোদা, জেলা- পঞ্চগড় তার নিজ বাড়ী থেকে তার নীল রংয়ের ব্যাটারি চালিত অটোগাড়ি নিয়ে বাড়ী থেকে বাইরে বের হয়। প্রতিদিনের ন্যায় রাত্রী ১০.০০ ঘটিকার মধ্যে ভিকটিম নুরুল ইসলাম বাড়িতে না ফিরলে তার আত্মীয় স্বজনরা তাকে খোজাখুজি করে না পেয়ে বোদা থানায় হাজির হয়ে নিখোঁজ জিডি নং-১৬৬৩, তারিখ: ২৮/০১/২০২৪ আনয়ন করেন। বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন দেবীডোবা ইউপির সুলতানপুর ছলিপাড়া ধামের সামনে পরিত্যাক্ত অবস্থায় ভিকটিমের ব্যবহৃত নীল রংয়ের ব্যাটারী চলিত অটোরিকশা উদ্ধার পূর্বক জব্দ করেন। পরবর্তীতে ভিকটিম নুরুল ইসলাম এর স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে থানায় অভিযোগ আনায়ন করলে বোদা থানার মামলা নং ৩৩, তারিখ ৩০/০১/২০২৪, ধারা-৩৮৬ ৩৬৫/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়। ভিকটিম নুরুল ইসলামের লাশ গত ০২/০২/২০২৪ খ্রিঃ করোতোয়া নদীর সাওঁতালপাড়া ঘাট থেকে উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় বোদা থানা পুলিশের একটি বিশেষ অভিযান দল অভিযান পরিচালনা করে ঘটনার সহিত জড়িত তদন্তে প্রাপ্ত আসামি মোঃ জালাল (৪৬), পিতা- কছর উদ্দিন, সাং- কুপতলা, থানা- গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। আসামী হত্যায় ঘটনায় জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করিয়াছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের সনাক্ত ও গ্রেফতারের চেস্টা অব্যাহত আছে।

অপর দিকে সাজা সিআর গ্রেফতারী পরোয়ানা ২৪/২২ মূলে আসামি মোঃ শুভ ইসলাম (২৭), পিতা- আহেদ আলী, সাং- ভীমপুকুর, পোঃ ময়দানদিঘী, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৬ অপরাহ্ণ
  • ১৭:৫৭ অপরাহ্ণ
  • ১৯:১১ অপরাহ্ণ
  • ৬:৩১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102