শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১১ চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশের এএসআইসহ ছয়জন মহম্মদপুর বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত সাভারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে – মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম মাগুরায় প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ  সোসাইটি অফ এনলাইটেন্ড পিপলের মতবিনিময় সভা অনুষ্ঠিত কোনাবাড়ী থানা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে গাইবান্ধায় ক্যাবের র‌্যালি ও মানববন্ধন বীরগঞ্জে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস ২০২৪ উদযাপন ভেড়ামারায় প্রতিভা মডেল একাডেমী স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কালিয়াকৈরে ইউএনও’র বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২ বার পড়া হয়েছে

শাহাদাৎ হোসেন সরকার

গাজীপুরের কালিয়াকৈরে বিনা নোটিশে সাংবাদিকের একটি ঔষধের ফার্মসী ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে সেই ইউএনও’র বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর কর্মরত সাংবাদিকরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।

জানা যায় কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আজকালের খবর পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, যমুনা টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবু , নাগরিক টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি আল-আমিন, দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আনন্দ টেলিভিশনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আফসার খান বিপুল, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবে সহ-সভাপতি মোশাররফ হোসেন ও কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ভুক্তভোগী সাংবাদিক ইমারত হোসেন।

এসময় গাজীপুর জেলা ও কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি জমির উপর দোকান বা বাড়িঘর থাকলেও নিয়ম অনুযায়ী যারা ওই জমিতে খাজনা পরিশোধ করে দোকানপাট নির্মাণ করে দীর্ঘদিন ব্যবসা-বাণিজ্য করে আসছে তাদেরকে নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রদান করা ছাড়া কোন স্থাপনা ভাঙতে পারবে না।

অথচ উপজেলার চা বাগান বাজারে ইমারত হোসেন দীর্ঘ ৩৬/৩৭ বছর ধরে সরকারি প্যারেফেরি করা জমির উপরে ফার্মেসী নির্মাণ করে ব্যবসা চালিয়ে আসছিল ।

গত ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী সাংবাদিকের উপর আক্রোশে দেখিয়ে বিনা নোটিশে তার ঔষধের দোকানসহ আরো তিনটি দোকান ভেঙ্গে দেয়।

এসময় দোকানে থাকা কোন মালামাল বের করার জন্য কোন সময় প্রদান না করে ভেকু দিয়ে সমস্ত মালামাল তছনছ করাসহ দোকান গুঁড়িয়ে দেয়।

এটা অন্য হয়েছে। এছাড়াও তার দুর্নীতির নিউজ প্রচার ও প্রকাশ করার কারনে তিনি ওই দোকানে অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেয় বলে এই মানববন্ধনের মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়াছেন তারা।

সুত্রে জানা যায় উক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেব্রুয়ারীর ২০ তারিখে বদলী হলেও, ২১ফেব্রুয়ারি বন্ধের দিনে অভিযান পরিচালনা করেন কি করে।

তার স্থানে অন্য কোন উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকার কথা থাকলেও তিনি করেন অভিযান পরিচালনা বিষয়টি দুঃখজনক।

একাধিক সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায় কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সাংবাদিকসহ গাজীপুর জেলা প্রতিনিধিরা ইউএনও,র নানা অপকর্ম নিয়ে ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের জেরে তিনি ক্ষিপ্ত হয়ে কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতিসহ অন্যান্য সাংবাদিকদের সাথে অসদাচরণ এবং সাংবাদিকদের দেখে নেয়ার হুমকি প্রদান করেন এই কর্মকর্তা।

উল্লেখ্য ইউএনওর অপকর্ম নিয়ে সভাপতি ইমারত হোসেন কোন প্রকার নিউজ করেনি। তারপরও ক্লাবের সভাপতি কেন সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ প্রচারণায় বাধা দেননি এজন্য তিনি ক্ষিপ্ত হয়ে ওই সাংবাদিকের ফার্মেসী গুড়িয়ে দেন তিনি ।

উল্লেখ্য কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাউসার আহমেদ গত ২০ফেব্রুয়ারী গাজীপুর জেলা প্রশাসকের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন ।

একজন নতুন ইউএনও দায়িত্ব গ্রহণের পরও বদলী ইউএনও কি ভাবে ২১ফেব্রুয়ারী বিনা নোটিশে স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় এ বিষয়ে উদ্দেশ্য প্রণতি কিনা তদন্ত সাপেক্ষে স্থাপনা ভাঙচুর ও মালামাল ক্ষতিপূরণ প্রদানের জন্য জেলা প্রশাসকের কাছে দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক নেতা।

তবে এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক ইমারত হোসেন একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসকের নিকট জমা দিয়েছেন বলেও জানা যায়।

উক্ত বিষয়ে জানতে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সাথে একাধিকবার সাক্ষাতের চেষ্টা করলে তার সম্মান হয়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102