মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরায় সদর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে-৫৮০পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম নামের এক মাদক ব্যবসায়ী আটক।সে মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামের আব্দুল হালিমের ছেলে।মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম(বার),,মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন।যার ধারাবাহিকতায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে সদর থানার এস আই তৌফিক আনাম ও এএসআই সোহাগ মিলন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২২ ফেব্রুয়ারী বিকালে জেলার খৈতলা বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হাতেনাতে আটক করে পুলিশ।
এ ব্যাপারে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।