মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা মহম্মদপুরে বাবুখালী ইউনিয়নের চর-মাধবপুর গ্রামে নিপুল মোল্লা নামের এক কৃষকের গোয়াল ঘরে অগ্নিকান্ডে-৫টি গবাদি পশু অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান,,শুক্রবার রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।এ সময় গোয়ালের মধ্যে থাকা-১টি গাভী,৪-টি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।আরো-৩টি ছাগল আশঙ্কা জনক অবস্থায় রয়েছে।এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,গোয়াল ঘরে মশার কয়েল থেকে অগ্নিকান্ড ঘটলে-৫টি গবাদি পশুর মৃত্যু হয়।এই শোক সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে দরিদ্র নিপুল মোল্লার পিতা মসজিদের মুয়াজ্জিন,ময়েন উদ্দিন মোল্লা (৬৫) মৃত্যুবরণ করেন।সব মিলিয়ে-৩ লক্ষ-৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।