মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে
(২৪ ফেব্রুয়ারি) শনিবার বিকালে স্মার্ট পুলিশ স্মার্ট দেশ শান্তি প্রগতির বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে “ওপেন হাউজ ডে” উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শালিখার ৪নং শতখালী ইউনিয়ন বিট পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিট পুলিশিং অফিসার এস আই মোঃ ইমরান হোসেন।
সার্বিক দ্বায়িত্ব পালন করেন এস আই রাকিবুল ইসলাম, এ এস আই লিটন হোসেন,এ এস আই রিপন।
এসময় বক্তব্য রাখেন শালিখা থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মোঃ নাসির উদ্দীন ও সীমাখালী হাটবাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কাজী।ওপেন হাউস ডে অনুষ্ঠানে অফিসার ইনচার্জ শালিখা উপস্থিত সাধারণ জনগণের অভিযোগ শুনতে চান এবং পুলিশ জনগণের বন্ধু ও কাছাকাছি থেকে পুলিশের সেবা প্রদানের আশ্বস্ত করেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শতখালী বিটের দায়িত্ব প্রাপ্ত স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ,কমিউনিটি পুলিশের সদস্য বৃন্দ।