মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের রাড়ীখালী গ্রামের বাসিন্দা দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক (অবঃ) বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ রায় (৭০)আর নেই।পারিবারিক সূত্রে জানা যায়,,সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।যার মুক্তিযোদ্ধা নং-০১৫৫০০০২০২৩।তিনি মৃত্যু কালে স্ত্রী,২-পুত্র নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।ওই দিন বিকালে তার বাড়িতে কফিনে ফুলের শ্রদ্ধাঞ্জলি এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অফ অনার প্রদান করা হয়।এ সময় রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল।মুক্তিযোদ্ধার জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া,বীর মুক্তিযোদ্ধা হাজী জিন্নাতুল আলম,থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তেওয়ারী,রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস,রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাকিরুল ইসলাম প্রমূখ।এ সময় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সবশেষে রাড়িখালী শ্মশানে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ রায়ের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।