মোঃ শাওন হোসেন, শার্শা উপজেলা প্রতিনিধি
তারিখ ২৬/০২/২০২৪রাত মঙ্গলবার
যশোর জেলা বেনাপোল পোর্ট থানা গ্রেফতারি পরোয়ানা মূলে ০১ জন আসামি এবং নিয়মিত মামলার ০৮ জন আসামি সহ সর্বমোট ১০ জন আসামি গ্রেফতার ।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করার লক্ষ্যে ইং-২৬/০২/২০২৪ তারিখ বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামস্থ বড় আচঁড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার উপর হতে উদ্ধার- মোট ১২৫ বোতল ফেন্সিডিল, সর্বমোট ওজন-১২৫০০ মিঃ লিঃ, সর্বমোট মূল্য-২,৫০,০০০/- টাকা ও বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ সাহেব আলী (৬৫), পিতা-মৃত নবিছদ্দীন এর বসত বাড়ীর পিছন পার্শ্বে ফাঁকা জায়গা হতে ধৃত আসামী মোঃ সাহেব আলীকে ১০০ (একশত) গ্রাম গাঁজা, মূল্য অনুমান-২,০০০/- (দুই হাজার) টাকাসহ গ্রেফতার করে। এই ঘটনায় পৃথক পৃথক দুইটি মাদক রুজু করা হয়। এছাড়া গ্রেফতারি পরোয়ানা মূলে জিআর-৫৮২/১৮ এর আসামী মোঃ শরিফুল ইসলাম (২২), পিতা-মৃঃ আঃ রাজ্জাক, সাং-সাদিপুর (মাঠপাড়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরসহ বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩৮, তারিখ-২৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা-11(3) The Bangladesh Passport Order, 1973 এর এজাহার নামীয় ০৮ জনসহ মোট ১০ জন আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।