মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ০৩ সদস্যকে আটক করেছে র্যাব-৫ ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল বিশেষ অভিযান পরিচালনা করে তরুণ ও যুব সমাজের মূল্যবোধের অবক্ষয়ের অন্যতম প্রধান কারণ পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ০৩ সদস্যকে উপজেলার মঙ্গলবাড়ী বাজার থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীগণ তাদের দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত বলে র্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত আসামীর হলেন ১। মো. শ্রী নিত্য সরকার (২৪), পিতা-শ্রী নৃপেন্দ্র নাথ সরকার, গ্ৰাম- মুকুন্দপুর, উপজেলা-ধামইরহাট, জেলা-নওগাঁ, ২। মো. শহিদ হোসেন (২২), পিতা-মো. আজিজুল ইসলাম, গ্ৰাম-বিল্লা, ৩। মো. সিফাত হোসেন (১৮), পিতা-মো. আবু হানিফ, গ্ৰাম-দোগাছী, উভয়ের উপজেলা- জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়।