মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা মহম্মদপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক মহম্মদপুর শাখার আয়োজনে গত-২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় ব্যাংক গ্রাহক সেবা ও উন্নয়ন মাস উপলক্ষে গ্রাহক সমাবেশ সম্পন্ন হয়েছে।মহম্মদপুর-শাখা ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক মাগুরার আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস।অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ব্যাংকার( অবঃ) বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া,বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম শ্রী ধীরেন্দ্র নাথ বিশ্বাস, আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক পল্বব কুমার রায়,মহম্মদপুর-শাখার দ্বিতীয় কর্মকর্তা কাজী মোঃ জুবায়ের আলী,জেনারেল কর্মকর্তা মো: আলী রেজা সোহাগ,কর্মকর্তা (ক্যাশ) মোঃ সালিমূল হক,সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা অরুন কুমার গুহ, সিনিয়র শিক্ষক মোঃ মকবুল হোসেন,সিসি ঋন গ্রহীতা বিশিষ্ট ব্যবসায়ী নির্মল কুমার কুন্ডু, সাংবাদিক সুব্রত সরকার,মোঃ শরিফুল ইসলাম,গ্রাহক মোঃ আরমান মোল্যা,মোঃ হাদিউজ্জামান প্রমূখ।এ সময় কৃষি ব্যাংকের সিসি গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী নির্মল কুমার কুন্ডু তার বক্তব্য প্রদান কালে বলেন,,কৃষি ব্যাংক থেকে আমরা সিসি ঋণ নিয়ে সুন্দর ভাবে ব্যবসা বানিজ্য পরিচালনা করছি।অনেকেই বিভিন্ন ঋণ গ্রহণ করে লাভবান হয়েছেন।এসময় বাংলাদেশ কৃষি ব্যাংক মহম্মদপুর শাখার গ্রাহকরা উপস্থিত ছিলেন।