ওমর ফারুক খান লালপুর নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নে ধলা দাঁইড়পাড়া গোধড়া বেলগাছি ও মাধাইমুড়িয়া (পঞ্চগ্রাম) হাফেজিয়া মাদ্রাসা গোরস্থান ঈদগাহ ও মসজিদ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দিকী (নওগাঁ) হুজুরের হাতে অমিত নকরেক পূর্ব নামের একজন খৃষ্টান যুবক কালেমা পড়ে ইসলাম ধর্ন গ্রহন করেছেন। তিনি কোর্ট এভিডেভিড করে নাম পাল্টিয়ে জসিম হোসেন রেখেছেন। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড.আবুল কালাম আজাদ সংসদ সদস্য নাটোর ১ আসনের লালপুর বাগাতিপাড়া।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওমীলিগ এর সভাপতি মোঃ আফতাব হোসেন (ঝুলফু) উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আজম আলী খাঁ।