মোঃ জাকের হোসেন হাতিয়া উপজেলা প্রতিনিধি
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ উপলক্ষে গত ০২ নভেম্বর ২০২৩ বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক কন্টিজেন্ট কমান্ডার এম সফিউল্যাহ এর নের্তৃত্বে নেয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদীর সূর্যমূখী ও দানা-দুল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ১৫,০০,০০০ মিটার অবৈধ সুতার জাল, ৫০০ কেজি মা ইলিশ, ২০০ কেজি পোয়া মাছ ও ০২ টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ২৯ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তী হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে জব্দকৃত মা ইলিশ ও পোয়া মাছ স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ জন জেলেকে টাকা ২০০০/০০ (টাকা দুই হাজার মাত্র) করে মোট টাকা ৪০,০০০/০০ (টাকা চল্লিশ হাজার মাত্র) জরিমানা করে এবং নয় জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সাধারণ ক্ষমা করে মুসলেকা নিয়ে জব্দকৃত জাল ও ০২ টি নৌকাসহ ছেড়ে দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টিভির প্রধান উপদেষ্টা মাসুম বিল্লাহ ও বিভিন্ন চ্যানেল ও পত্রিকার সাংবাদিকগণ।