মোঃ রোমান হোসেন বিশেষ রিপোর্টার
ঢাকা জেলার সাভার ইউনিয়ন ভূমি অফিসে মুভি বাংলা টিভির সাংবাদিক পরিচয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় পবিত্র চন্দ্র নামে এক ব্যাক্তিকে আটক করেছে সাভার থানা পুলিশ।
রবিবার (৫ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। আটক পবিত্র চন্দ্র পিরোজপুর জেলার মাধব চন্দ্রের ছেলে।
এ ঘটনায় ইউনিয়ন ভূমি উপসহকারি কর্মকর্তা নজরুল ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।
নজরুল ইসলাম জানান, সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তি রবিবার সকালে ইউনিয়ন অফিসে এসে দুর্নীতির অভিযোগ তুলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয় সাংবাদিকদের কাছে তার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করেন। কিন্তু তিনি আসলে কোন সাংবাদিক নন। মামলার বাদীর তথ্যমতে মুভি বাংলা টিভির ব্যবস্হাপনা পরিচালক মাধ্যমে খোজ নিলে সাংবাদিক পবিত্র চন্দ্র চাকুরীচ্যুত থাকার সুযোগে এই ধরনের অপকর্ম করে আসছে বলে জানান।
সাভার আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে তিনি চাঁদা চাওয়ায় এই ব্যক্তিকে চাঁদাবাজির মামলা দায়ের করে সাভার মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।