শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে জাহাঙ্গীর আতংক

বিল্লাল হোসেন সাজু স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

 

বিল্লাল হোসেন সাজু স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে এখন জাহাঙ্গীর আতংক।

এতে ভেঙ্গে পড়েছে শৃংখলা, বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা।
স্থানীয় একাধিক সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মশালচি পদের কর্মচারী জাহাঙ্গীর হোসেনের ক্ষমতার দাপটে আতঙ্কিত হয়ে পড়েছে কর্মকর্তা কর্মচারীরা।

এখানকার কোনো কর্মকর্তা কর্মচারী তার কথা না শুনলে বিভিন্ন সময়ে অপমান লাঞ্ছিত হতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

রোগী ভর্তি, রোগীর খাবার, রোগীর ছুটি, ও সকল প্রকার সনদসহ সকল কিছুই সহজে পেতে যোগাযোগ করতে হয় জাহাঙ্গীরের সাথে।

বিগত বছরে চতুর্থ শ্রেণীর কয়েকটি পদে আউটসোর্সিং এর সিদ্ধান্ত হয়।আর এতে করে অবৈধ বাণিজ্যে মেতে উঠে জাহাঙ্গীর।

চাকরি প্রার্থী কিছু লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে জাহাঙ্গীর।

বিষয়টি জানাজানি হলে অতিদ্রুত আউট সোর্সিং নিয়োগ বন্ধ করা হয়। চাকরি প্রার্থীরা চাকরি না হওয়ায় জাহাঙ্গীরের কাছে টাকা ফেরত প্রদান চান,এ নিয়ে চাকরিদাতা এবং চাকরিপ্রার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

 

জাহাঙ্গীরের ক্ষমতার উৎস কোথায় জানতে চাইলে জনৈক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে উল্লেখ করেন, জেলা সিভিল সার্জনের সাথে জাহাঙ্গীরের সখ্যতার কথা।
এ বিষয়ে আলাপ করলে হাসপাতালে কর্মরত একাধিক ব্যক্তি জানান জাহাঙ্গীরের পদ নিম্নমানের হলেও সে সকল দপ্তরেই খবরদারি করে।

তারা আক্ষেপের সাথে বলেন জাহাঙ্গীরের কথা শুনতে আমরা বাধ্য,কারণে অকারনে অশ্লীল কথাবার্তা বলে আমাদের কে অপমান লাঞ্ছিত করে। এ কারণে সম্মান টিকিয়ে রাখা দায় হয়ে পড়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য জাহাঙ্গীরের সাথে যোগাযোগ করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যোগাযাগ করলে তাকে পাওয়া যায়নি।

 

উক্ত বিষয় নিয়ে আলাপকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জন ডাঃ মুকিৎ (ভারপ্রাপ্ত টিএইসও) শুন্যপদের কথা স্বিকার করেন।

তবে সে জাহাঙ্গীরের বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।
হাসপাতালের জনৈক কর্মচারী জানান,জাহাঙ্গীরের খুটির জোর কোথায়,সে লাফ দিয়ে চাঁদ ধরার চেষ্টা করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে,জাাহাঙ্গীর এর সিন্ডিকেটের কারনে হাসপাতালের চিকিৎসা সেবা ভেঙে পড়েছে।

তবে এর প্রতিকার চেয়ে জনৈক তুষার আহমেদ মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি অভিযোগ পত্র প্রেরণ করেছেন।

চিকিৎসা সেবা নিতে আসা অসুস্থ রোগী ও এলাকাবাসী কর্মচারী কর্মকর্তারা জাহাঙ্গীর এর এই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্তপূর্বক আইননুগ ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৬ অপরাহ্ণ
  • ১৭:৫৭ অপরাহ্ণ
  • ১৯:১১ অপরাহ্ণ
  • ৬:৩১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102