সাংবাদিক লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
বিয়ের দাবিতে দ্বিতীয় দিনের মত অনশন চলছে। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে, মির্জাপুরে,
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে দ্বিতীয় দিনের মত
কলেজ ছাত্রী প্রেমিকার অনশন চলছে।
প্রেমিক আলিফ সহ বাড়ীর সবাই পলাতক।
জানাযায়, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর
গ্রামের মো: ফজলুর ছেলে মো: আলিফের সাথে ৫ বছর আগে প্রেমের সম্পর্ক্য গড়ে ওঠে কলেজছাত্রী মোছা: সুবর্ণা খাতুনের। বিয়ের প্রতিশ্রুতিতে ধীরে ধীরে তাদের দুজনের প্রেমের সম্পর্ক্য আরো গভীরে গিয়ে পৌঁছায়।
গত কয়েকদিন আগে প্রেমিক মো : আলিফ অন্য আরেকটি মেয়ের সাথের ভিডিও পাঠায় সুবর্ণার কাছে এবং
প্রেমিকা সুবর্ণার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে তাদের মধ্য ঝামেলা শুরু হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রেমিকা সুবর্ণা ছেলের বাড়ীতে গিয়ে ওঠে এবং বিয়ের দাবিতে অনশন শুরু করে। দ্বিতীয় দিনের মত আজ অনশন চলছে।
তবে আজ বুধবার সকাল থেকে প্রেমিক আলিফের বাড়ীর লোকজন সুবর্ণাকে বাড়ীতে ফেলে রেখে সবাই পালিয়েছে।
ভিক্টিম কলেজছাত্রী প্রেমিকা সুবর্ণা খাতুন বলেন,
বিষয়টি নিয়ে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও থানা পুলিশ
সরেজমিনে এসে দেখে গেছেন ও শুনে গেছেন কিন্তু
তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যাবস্থা গ্রহন করেননি। তিনি জানান বিয়ে না হওয়া পর্যন্ত
এই অনশন চলবেই,