মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার মাগুরা।
মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ মুলজার (৩২) নামে এক যুবককে আটক করেছে, মহাম্মদপুর থানা পুলিশ, নহাটা ইউনিয়ন এর বেজড়া গ্রামের মৃত আব্দুর রউফ মুন্সির ছেলে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলামের নির্দেশনায় ০৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার নহাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ
এস আই মাসুম বিল্লার নেতৃত্বে এএসআই জিয়াউর রহমান সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করত বলে পুলিশ সূত্রে জানা যায়।
নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব শেখ সাইফুল ইসলাম জানান, সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।এর অংশ হিসেবে অভিযান চালিয়ে মুলজার (৩২) কে নহাটা এলাকা থেকে গাঁজাসহ আটক করা হয়। তিনি আরও জানান, নহাটাকে মাদক মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।