মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ২৮ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর কুষ্টিয়া কুটিপাড়া মমতাজুল উলুম মাদ্রাসায়। এতে কুষ্টিয়া জেলার সাত থানা থেকে ক খ গ ঘ গ্রুপে সর্ব মোট ২০০ জন হিফজ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার অন্তর্গত গোলাপ নগর কারিগরপাড়া মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। পাঁচপারা গ্রুপে অংশগ্রহণকারী মোঃ আব্দুল্লাহ হামিম পঞ্চম স্থান অধিকার করে বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন।
আগামী ২৪ নভেম্বর ২০২৩ তারিখে বিভাগীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে । উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।
বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা যোগ্যতা ও দক্ষতার সাথে বিভিন্ন প্রতিযোগিতায় এবং স্থানীয় ও জাতীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। উক্ত মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।