ফাতেমা আক্তার মাহমুদা ইভা স্টাফ রিপোর্টার
১৬ ই নভেম্বর বৃহস্পতিবার দেড়টা নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে ইজদাইর বাজার রেললাইন বস্তির ছিন্নমূল অসহায় শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর হয়।
সভাপতিত্ব পরিচালনা করে নারী সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি সুমি আক্তার। তিনি এই সম্পর্কে বলেন আজ এই অসহায় শিশুদের পাশে এসে দাঁড়াতে পেরে আমার অনেক ভালো লাগছে আমি আমার সংগঠনের সকল সদস্যদের কে নিয়ে এখানে উপস্থিত হয়েছি
আমি চাই আমার মত সবাই এদের পাশে দাঁড়াবেন যার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে এদের পাশে দাঁড়াবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪/৫/৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার। সকলের আস্থাভাজন ফেরদৌস আরা অনা।ওয়ার্ডের মেম্বার ফেরদৌস আরা অনা।৷৷ ৷ টুনির মত এরকম অনেক শিশু পড়তে চায় কিন্তু সুযোগ পায় না। শিশু শ্রমিক আরিফ নামে তার বয়স ১০ কাজ করে ৯ টা থেকে রাত দশটা পর্যন্ত দোকানে কাজ করে ৯ টা থেকে কাজ শুরু করে সারাদিন বোতল বিক্রি করে যা টাকা পায় তা কোনমতে তার রাতের খাবারটুকু হয়। তারেক কত টাকা পায় তাও ঠিক মত জানেনাকোন সময় ১৫০ টাকা কোন সময় ১০০ টাকা কোন সময় ৮০ টাকা কোন সময় একটা টাকাও পায় না। বোতল নেওয়ার কষ্টের গান অনেক মাকে সময় মাইর দেয় । খারাপ কথা কয়। যদি পারতাম তাহলে এই কাম করতাম না।তখন ১০ টাকা কিছু বেশি। আশেপাশে কিছু শব্দহীন। সবাই গন্তব্যের দিকে যাচ্ছে। এসব শিশু যাচ্ছে তাদের অস্থায়ী ঠিকানা
সকালের আলো ফুটলে আবার
শুরু হবে তাদের বেঁচে থাকার সংগ্রাম। চাইলে এসব শিশু পারেনা। এই কষ্টের জীবন ত্যাগ করতে হবে।
আমাদের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে এসব শিশুকে কিছুটা হলেও আলো দেখাতে।
সার্বিক সহযোগিতায় ছিলেন আমেনা রহমান চেয়ারম্যান ওয়েস্টার্ন গ্রুপ অফ ইন্ড্রাস্ট্রিজ, ব্যবস্থাপনা পরিচালক মেহেদি নিট ফেব্রিক্স। এ সময় আরো উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা রিপা আক্তার।
এ সময় উপস্থিতে নারী উদ্যোক্তা রিপা আক্তার বলেন বাচ্চারা হামাগুড়ি শেখার পর যেভাবে তাদের মাটিতে ছেড়ে দেওয়া হয় হাত-পা নেড়ে খেলে বেড়াবার জন্য, অন্যের সঙ্গে মেশার বেলায়ও তাই করতে হবে। শিশুকে কারো সঙ্গে খেলতে দিয়ে বারবার নজরদারি করা যাবে না সে কীভাবে খেলছে। শিশু যদি নাও খেলে তাকে অন্য শিশুর সঙ্গে বসিয়ে রাখুন, তাকে অন্য বাচ্চা সম্পর্কে আগ্রহী করে তুলুন।
আরও
শিশু স্কুলে বুলিংয়ের শিকার হলে কী করবেন, জেনে নিন বিশেষজ্ঞের কাছ থেকে
অতিরিক্ত সুরক্ষিত করতে যাবেন না
অভিভাবক হিসেবে সন্তানকে সুরক্ষিত রাখা আপনার দায়িত্ব।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নুর আলম আকন্দ উপস্থিত উপস্থিত ছিলেন,
উপদেষ্টা নুর আলম আকন্দ বলেন
অন্যের সঙ্গে তুলনা করবেন না
শিশুকে কোনো অবস্থাতেই অন্য শিশুর সঙ্গে তুলনা করা যাবে না। এতে তার মনে হবে, বাবা-মার কাছে ওই শিশুটিই বেশি পছন্দের। নিজের প্রতি তার আত্মবিশ্বাস কমে যাবে। আত্মবিশ্বাস কমে গেলে বাইরের মানুষের সঙ্গে মেশার আগ্রহ আরও কমে যায়।
আগ্রহ/ সম্ভাবনার জায়গা খুঁজে বের করুন
আপনার শিশুটি কোন বিষয়ে বেশি আগ্রহী সেটি খুঁজে বের করলে তাকে বোঝা সহজ হবে। যেমন- শিশু ছবি আঁকার প্রতি আগ্রহী হলে তার ছবির প্রতি আগ্রহ দেখান। বাসায় কেউ বেড়াতে এলে তাদেরও বলবেন, শিশু যা খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করে বা যে বিষয়ে আগ্রহী তা নিয়ে গল্প করতে। এতে করে শিশুর সামাজিক বিকাশ সঠিকভাবে হয়।
শারমিন তিশা- সাধারণ সম্পাদক,
আলেয়া আক্তার- আলো সহ সভাপতি,
নিশা আক্তার -কোষাদক্ষ,
ফাতেমা আক্তার মাহমুদা ইভা -যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় আছে। সাংগঠনিক সম্পাদক লিজা,
শিউলি আক্তার লিলি – ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক,.সাংবাদিক কুমকুম,৷ সদস্য তানজিলা।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নুর আলম আকন্দ।উপস্থিত ছিলেন শারমিন তিশা- সাধারণ সম্পাদক,
আলেয়া আক্তার- আলো সহ সভাপতি,
নিশা আক্তার -কোষাদক্ষ,
ফাতেমা আক্তার মাহমুদা ইভা -যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ নারী সাংবাদিক কল্যাণ সংস্থার ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় আছে। সাংগঠনিক সম্পাদক লিজা,
শিউলি আক্তার লিলি – ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক,.সাংবাদিক কুমকুম,৷ সদস্য তানজিলা।