বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা,সব কাজ করেন বাইসাইকেলে চড়ে ঝিকরগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মাগুরায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে উপজেলা নির্বাচনের ভোটের সরঞ্জাম প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাদিয়া নূর (তনু) সুন্দরগঞ্জে পালিত হল জাতীয় সেচ্ছাসেবক পার্টির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পাবনার কাশিনাথপুরে দাবদাহে সানক্যাপ, খাবার স্যালাইন ও পানি বিতরণ করল সামাজিক সংগঠন শেকড় পাবনা ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সভাপতির শ্বশুরের মৃত্যু : পৌর মেয়রের শোক গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক শেরপুরে প্রতারনামূলকভাবে বিয়ে করে গৃহবধূকে ধর্ষণ: গ্রেফতার ১ রাজধানীর মিরপুরে পত্রিকার আড়ালে চলছে অবৈধ অটো রিক্সা বাণিজ্য

সাকিবের মনোনয় ফরম কেনা নিয়ে যা বলছেন মাগুরার আ. লীগ নেতারা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ শাহীন আলম জয়।

তফসিল ঘোষণার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে বাংলাদেশে। নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। নির্বাচনে অংশগ্রহণে তার আগ্রহের বিষয়টি অনেকটাই ওপেন সিক্রেট। যা আজ মনোনয়ন ফরম নেয়ার মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাকিবের পক্ষে ঢাকা-১০ এবং মাগুরা ১ ও ২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার স্বজনরা। এ খবর নিশ্চিত করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এদিকে সাকিব আল হাসানের মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়লে বিভিন্নমহলে নানা প্রতিক্রিয়া শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পক্ষে-বিপক্ষে মন্তব্য করেন অনেকে।

সাকিবের মনোনয়ন সংগ্রহের বিষয়ে তার ছোট বেলার ক্রিকেট গুরু সাদ্দাম হোসেন গোর্কির কাছে জানতে চাওয়া হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানতে চাইলে মাগুরা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান বলেন, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারেন। তবে মাগুরা-১ আসনের বর্তমান এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মানুষের কল্যাণে কাজ করে নিজেকে গণমানুষের নেতায় পরিণত করেছেন। এখানে সাইফুজ্জামান শিখরের বিকল্প কোনও প্রার্থী নেই। গোটা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন সাইফুজ্জামান শিখরের নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

এ ব্যাপারে মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক আব্দুল মান্নান বলেন, ‘সাকিব বা তার পরিবারের কেও আওয়ামী লীগের রজনীতির সঙ্গে জড়িত নন। আওয়ামী লীগের সমর্থক নন। ব্যক্তিগতভাবে সাকিবের আওয়ামী লীগের প্রতি ন্যূনতম কোনও অবদান নেই। বরং তারা আওয়ামী বিরোধী পরিবার হিসেবে পরিচিত।’ আব্দুল মান্নান তার এই মনোনয়ন ফরম সংগ্রহ করাকে প্রত্যাখ্যান করেছেন।

মোহাম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, যে কেউ মনোনয়ন ফরম কিনতে পারেন। তবে সাকিবের কোনও মাঠ কর্মী নেই। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে সাকিব ভোটের মাঠে হারিয়ে যাবে।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু বলেন, বিষয়টি তার জানা নেই। যে কারণে এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে রাজী হননি। এ ব্যাপারে সাকিব আল হাসানের বাবার মাসরুর রেজার মন্তব্য জানার জন্য মোবাইল ফোনে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

এদিকে সাকিবকে অভিনন্দন জানিয়ে শনিবার রাত আটটার পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘অভিনন্দন সাকিব ভাই। আমি সত্যিই আপনার ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের প্রশংসা করি। স্বাগতম ভাই।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:২১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102