নিজস্ব প্রতিবেদক
যানবাহন চালনা, বিউটিফিকেশন, ফ্রিল্যান্সিং ও হাস- মুরগী পালন কোর্স এর শুভ উদ্বোধন করেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আজ রবিবার দুপুরে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপ-পরিচালক মোঃ ইলিয়াসুর রহমান এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিকেটার মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু সহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল হাসান এমপি বলেন, আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেটার আসল কারিগর আপনারাই অর্থাৎ আজকের এই যুব সমাজ। এই যুব সমাজই পারে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করতে। আমার কাছে মনে হয় পড়ালেখার পাশাপাশি সবসময় বাস্তব অভিজ্ঞতা দরকার মানুষের, যেখান থেকে তারা প্রশিক্ষণ পেয়ে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে।
এজন্য যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমার কাছে মনে হয় অসাধারণ কিছু উদ্যোগ যেটা বাংলাদেশ সরকার নিয়েছে যার মাধ্যমে দেশের অনেক যুবক-যুবতীর কর্মসংস্থান হয়েছে। আর এর মাধ্যমেই বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় পৌছে যাবে।
এসময় মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তরে চার টি ট্রেডের ১৪০ জন প্রশিক্ষণার্থীর নতুন শিফট উদ্বোধন ও ৬৮ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে প্রায় ৩ লাখ টাকা ও সনদপত্র বিতরণ করেন সাকিব আল হাসান।