মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা চৌদ্দগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে অভিযান ভেড়ামারা মহিলা সরকারী মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

 

স্টাফ রিপোর্টার

 

 

 

বিগত আওয়ামী লীগের দোসর রিভায়রা গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক মীর নজরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের কারণে ভুক্তভোগী সানি আহমেদ চৌধুরী বাদী হয়ে গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এছাড়াও তাসলিম এন্টারপ্রাইজ-এর প্রোপ্রাইটার মো. আজিজুল হক শেখ গত ২৭ মে ২৫ ইং। সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর প্রায় ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে, চরমোনাই হুজুরের একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২ কোটি টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছে রিভায়রা গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক মীর নজরুল ইসলাম। সূত্র জানায়, রিভায়রা গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক মীর নজরুল ইসলাম, পিতা-মীর আলা উদ্দিন, রোড নং-১১৯, প্লট নং-২/এ, ফ্ল্যাট-৩০২, থানা-গুলশান, ঢাকা।

 

তিনি ইউএস বাংলা প্লট নং-১৬-৫২ এন্ডডি-৫৪ ব্লক-ডি, জমি বিক্রি করবে বলে ১৮ জুলাই-২০১৮ সালে সানি আহমেদ চৌধুরী সাথে চুক্তিবদ্ধে আবদ্ধ হন। বিগত ১৮ সাল থেকে ২৫ লাখ পর্যন্ত বিভিন্ন সময়ে সানি আহমেদ চৌধুরী কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মীর নজরুল ইসলাম। টাকা চাইতে গেলে তৎকালীন গাজীপুর জেলার আওয়ামীলীগের সিঃ সহসভাপতি নজরুল ইসলামের পরিচয়ে তিনি বিভিন্ন লোকদের কাছ থেকে ভুয়া দলিল ও কাগজপত্র বানিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।

 

আওয়ামীলীগের এই প্রভাবশালী নেতার ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। আর যাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন মীর নজরুল ইসলাম ঐসব পাওনাদায়দের মিথ্যা মামলার হুমকি দিয়ে আসছে। মীর নজরুল ইসলাম একজন পেশাদার প্রতারক। প্রতারণা করাই তার এাক মাত্র পেশা। আওয়ামী লীগ সরকারের আমলে বহু লোকের কাছ থেকে জমি বিক্রির কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগী আজিজুল হক জানান, এক্সেসলি সাপ্লাই নিয়ে এলজি না দিয়ে প্রতারণা করে মীর নজরুল ইসলাম প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

 

তিনি জানান, গাজীপুর জেলার আওয়ামী লীগের সি: সহ-সভাপতি নজরুল ইসলামের সাথে দেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে এরা কানাডার বাড়ি কিনেছেন। আওয়ামীলীগের ঐ নেতাকে মীর নজরুল ইসলাম তার আত্মীয় পরিচয়ে ২ জনে মিলে সাধারণ মানুষের কাছ থেকে নানা কৌশলে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ব্যাপারে মীর নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে পাওয়া যায়নি।

তবে দুদক কার্যালয়ে জমাকৃত অভিযোগ যাচাই বাচাই করা হচ্ছে। 

এ বিভাগের আরো সংবাদ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102