কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন সাবেক দুইবারের সফল চেয়ারম্যান জনাব আবুল হোসেন মোল্লা ছেলে মো:আজিজুল মোল্লা (২৫) ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে।
অনেক বছর ধরে সাবেক চেয়ারম্যান ও সাবেক মেম্বারের মধ্যে জমি নিয়ে জের ধরে মারামারি হতো। সেই জের ধরে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা সুযোগ্য সন্তান মরহুম জহির মোল্লা কে গত ৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখে দিন দুপুরে কুপিয়ে হত্যা করে ভিটিকান্দি মানিককান্দি গ্রামের সাইফুল মেম্বারের ঘরের ভিতর নিয়ে। হত্যাকারী হলো মানিককান্দি গ্রামের সাবেক মেম্বারের সন্ত্রাসী বাহীনি।
১ বছর পর আবারো সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার আরেক সুযোগ্য সন্তান মো:আজিজুল মোল্লার ওপর গতকাল রাত ৭ টার সময় দুলারামপুর বাজার লিটনের দোকানের সামনে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা চালায়।
আজিজুল মোল্লা জানায় একপর্যায় আমাকে এলোপাথারি ভাবে যখম করে পেছন দিয়ে এসে,আমি কোন রকমে পালিয়ে আসি,তারা আমার বড় ভাই মরহুম জহিরুল মোল্লাকে গত ৬ ডিসেম্বর ২০২২ ইং তারিখে হত্যা করে ক্ষান্ত হননি,বিভিন্ন ভাবে হূমকি দমকি দিয়ে যাচ্ছে হত্যা করার।আমাকে ছুরি ও হাতুরি দিয়ে আঘাত করলে কপালে এসে লাগে।সাইফুল মেম্বারের সন্ত্রাসী বাহিনী আমাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্য এসেছিল।
আমি তিতাস থানায় কোনরকমে ফোন দিলে
ঘটনাস্থলে তিতাস থানা ওসি কাঞ্চন কান্তি দাস পুলিশ পাঠালে সন্ত্রাসী এর পূর্বেই পালিয়ে যায়।
সাবেক চেয়ারম্যানের ছেলে মো:আজিজুল মোল্লা তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এসে আরো জানান,কয়েকমাস পূর্বেও আমার আত্মীয় পাশের গ্রামের দুলারামপুরের বড় ভাই মো:জিন্নার ওপর দাউদকান্দি গৌরিপুর বাজারে হামলা করে সাইফুল মেম্বারের সন্ত্রাস বাহিনী।তখনও দাউদকান্দি ওসি মোজাম্মেল হক পুলিশ পাঠিয়ে ওদ্ধার করেন,দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছিল।
আমি প্রশাসনের কাছে জোড়দাবি জানাচ্ছি আমার ওপর হামলার বিচার চাই এবং আমি শীঘ্রই মামলা করবো।