সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপ্টনকে বাঁচাতে তৎপর উপসচিব ভাই আলমগীর কবির সাভারে আগুনে দগ্ধ অসহায় মায়ার চিকিৎসায় বিএনপি নেতা -খোরশেদ আলম

শেরপুরে প্রতারনামূলকভাবে বিয়ে করে গৃহবধূকে ধর্ষণ: গ্রেফতার ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

আল-আমিন স্টাফ রিপোর্টার:

 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে প্রতারণামূলকভাবে বিয়ে করে ভুয়া স্বামী পরিচয়ে দীর্ঘদিন ধরে এক অসহায় গৃহবধূকে ধর্ষণ করেছে মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজন (২৫) নামে এক যুবক। এঘটনায় মামলা দায়ের পর একমাত্র আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজনকে ৪ মে শনিবার রাত ১০টার দিকে ঢাকা জেলার শাহআলী এলাকা থেকে র‌্যাব-৪, সিপিএসসি (মিরপুর) এবং র‌্যাব-১৪, সিপিসি ১, জামালপুর যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কিল্লাপাড়া গ্রামের মোঃ কাইয়ুম আলীর ছেলে। র‌্যাব সূত্রে জানা গেছে, ৬ বছর পূর্বে ভিকটিমের সাথে আসামীর মোবাইলে পরিচয় হয় এবং এক পর্যায়ে তা প্রেম-ভালবাসায় রুপান্তর ঘটে। পরবর্তীতে আসামি ভিকটিমকে প্রেম-ভালোবাসায় জড়িয়ে ঢাকার সাভারে নবীনগর এলাকায় অপরিচিত একজন মুরুব্বিকে কাজী সাজাইয়া সাক্ষী গণের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করে এবং একটি নীল কাগজে স্বাক্ষর নেয়। অতঃপর ভিকটিমের সাথে দীর্ঘ ০৬ বছর যাবৎ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কিল্লাপাড়ায় আসামীর বসত বাড়ীতে স্বামী-স্ত্রী হিসেবে ঘর সংসার করে। এর ফলে ভিকটিমের গর্ভে এবং আসামীর ঔরসে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে গত ২০২৩ সালের ১১ নভেম্বর আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজন জানায় যে, ভিকটিমের সাথে তার কোন বিয়ে হয় নাই। ওই ঘটনার বিষয়ে ভিকটিম ও তার পরিবারে লোকজন আসামীকে জিজ্ঞাসা করিলে সে জানায় যে, লোক দেখানো ভুয়া নিকাহ রেজিস্টারের মাধ্যমে ভিকটিমের স্বাক্ষর নিয়ে পাঁচ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে প্রতারনামূলকভাবে বিয়ে করে এবং বিশ্বাস স্থাপন করে তার সাথে দৈহিক সর্ম্পক করেছে। ভিকটিম একজন সহজ-সরল, গরীব মেয়ে বিধায় তার সরলতার সুযোগ নিয়া আসামী প্রতারণামূলকভাবে বিয়ে করে বিশ্বাস স্থাপন করে দৈহিক সম্পর্ক এবং মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে স্বামী-স্ত্রীর বিশ্বাস স্থাপন করে ক্রমাগত ধর্ষণ করেছে। এসব ঘটনার বিষয়ে ভিকটিম থানায় মামলা করতে গেলে, থানা কর্তৃপক্ষের পরামর্শে আদালতে মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে অফিসার ইনচার্জ নালিতাবাড়ি থানাকে এফআইআর করার নির্দেশ প্রদান করে। সেই ঘটনায় ভিকটিম বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২, তাং-২৫/০১/২০২৪খ্রি. অপরদিকে শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি আভিযানিক দল ও র‌্যাব-০৪, সিপিএসসি (মিরপুর) এর সিনিয়র এএসপি মোঃ আবুল বাশারের উপস্থিতিতে যৌথ অভিযানক দল ঢাকা জেলার শাহ আলী থানার ঈদগাহ মাঠ এলাকা থেকে প্রধান আসামী মোঃ জহুরুল ইসলাম ওরফে সুজনকে গ্রেফতার করে। পরে ধৃত আসামীকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় সোপর্দ করেছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102