সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোল রেল স্টেশন পরিদর্শন করেন রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন ভারত যাওয়ার সময় রংপুরের আঃলীগ নেতা আনিছুর রহমান গ্রেফতার  কুমিল্লার হোমনায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক আটক যশোর চৌগাছায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় দুই মাদক ব‍্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১,সিপিসি-২  জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলা দিবস ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত  কুমিল্লা-২ আসনের সম্ভাব‍্য সংসদ সদস‍্য পদপ্রার্থী আবু বকর সিদ্দিক লিটু রিভায়রা গ্রুপের পরিচালকের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ কুষ্টিয়ায় শীর্ষ সন্ত্রাসী লিপ্টনকে বাঁচাতে তৎপর উপসচিব ভাই আলমগীর কবির সাভারে আগুনে দগ্ধ অসহায় মায়ার চিকিৎসায় বিএনপি নেতা -খোরশেদ আলম

পাবনার কাশিনাথপুরে দাবদাহে সানক্যাপ, খাবার স্যালাইন ও পানি বিতরণ করল সামাজিক সংগঠন শেকড় পাবনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

 

মোঃ হাসান মিয়া,স্টাফ রিপোর্টার

 

তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সানক্যাপ, বোতলজাত পানি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘শেকড় পাবনা’। দুই হাজারের অধিক হাজার মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়।

গেল শনিবার (৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাট থেকে শুরু করে কাশিনাথপুর, নাজিরগঞ্জ,সুজানগর ও পাবনা শহরের অনন্ত মোড়, ইন্দ্রারা মোড়, ট্রাফিক মোড়, চাঁপাবিবি জামে মসজিদ মোড়ের রিকশাচালক ও ভ্যানচালকদের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন, বিস্কুট ও সানক্যাপ বিতরণ করা হয়।

খায়রুল ইসলাম নামের পাবনা শহরের একজন রিকশাচালক বলেন, প্রতিদিন রোদে পুরে গাড়ি চালাই অনেক কষ্ট হয়। আজকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মাঝে খাবার স্যালাইন ও পানির সঙ্গে একটি করে মাথায় দেওয়ার ক্যাপ দিয়েছে। ব্যাতিক্রমী আয়োজনটা ভালো লাগছে।

আব্দুল মমিন নামের আরেকজন রিকশাচালক বলেন, গরমের এইদিনে অনেকে শহরে খাবার স্যালাইন ও পানি বিতরণ করলেও কেউ মাথায় দেওয়ার ক্যাপ দেয়নি। এখন থেকে একটু হলেও স্বস্তি পাবো। এই সংগঠনকে ধন্যবাদ জানান।

মনিরুল ইসলাম নামের আরেক ভ্যানচালক বলেন, কয়কদিনের পাবনার যে তাপমাত্রা বাহিরে বের হওয়াই কঠিন। তারপরও জীবিকার তাগিদে ভ্যান চালাতে হচ্ছে। আজকে এই ভাইয়েরা আমাদের রিকশা ও ভ্যানচালকদের ক্যাপ দিচ্ছে। আমাদের জন্য এটা বড়ই ভালো হবে।

সামাজিক সংগঠন শেখড় পাবনার আহবায়ক খান হাবিব মোস্তফা বলেন, প্রবাহমান দাবদাহ স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে দিচ্ছে। হিট স্ট্রোকে প্রতিদিন মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। সাধারণ শিক্ষার্থী, শ্রমজীবী, ছিন্নমূল মানুষ তীব্র তাপদাহে হাসফাস অবস্থা সবার। তাদের একটুখানি স্বস্তি দিতেই আমাদের এই উদ্যোগ। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতি সামাল দিতে পারবো।

তিনি পাবনার মানুষের সেবা করার কথা তুলে ধরে বলেন, জন্ম আমাদের পাবনা হলেও কর্মের সুবাদে ঢাকায় থাকি। ঢাকায় থেকেও পাবনার মানুষের কথা চিন্তা করে ২০২২ সালের ২৩ এপ্রিলে শেকড় পাবনা নামের এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। আমাদের সংগঠন শুধু সামাজিক কাজকর্ম করবে। হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াবে। পাবনার সামাজিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, এই সংগঠনের মাধ্যমে বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা হয়। অসহায়দের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আজকে আমরা ঢাকা থেকে এসে সারাদিনব্যাপী খাবার স্যালাইন, সানক্যাপ, পানি ও বিস্কুট বিতরণ করা হয়। এর আগেও আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম পরিচালনা করেছি। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন শেকড় পাবনার আহবায়ক খান হাবিব মোস্তফা, আহবায়ক কমিটির সদস্য শেখ রাসেল, ফুয়াদ শামীম, উপদেষ্টা রফিকুল ইসলাম, বাবুল আক্তার প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৩ অপরাহ্ণ
  • ১৬:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫২ অপরাহ্ণ
  • ২০:১৮ অপরাহ্ণ
  • ৫:১১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102