মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে বৈদ্যুতিক সাবমার্সিবল পাম্প সংযোগ দেওয়ার কথা বলে প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে আট লক্ষ পচাঁশি হাজার পাঁচশত টাকা আত্মসাতকারী চক্রের মুল হোতা জাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সাভারের ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তার বিরুদ্ধে শতাধিক পরিবারকে সাবমার্সিবল পাম্প সংযোগ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে চলমান মামলায় সাভারের বিরুলিয়ার খাগান থেকে আমান উল্লাহ ও রাজফুলবাড়িয়া থেকে মোকসেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও নিয়মিত মামলায় একজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।