নোয়াখালীর সেনবাগে কর্মরত সাংবাদিকদের সাথে প্রহসনের মতবিনিময় সভা করেন, বিএনপি’র আবদুল মান্নান গ্রুপের আবদুল মান্নান।
শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারী ) সকালে সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে সেনবাগ উপজেলা বিএনপি’র কার্যালয়ে নোয়াখালীর সেনবাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান প্রহসনের আশ্রয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
উক্ত মতবিনিময় সভায় সঞ্চালনা করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মিশু।
উক্ত সভায় আবদুল মান্নান এর বক্তব্য রাখার পর, প্রশ্ন করার জন্য পূর্ব থেকে প্রস্তুত রাখা সাংবাদিকদের নাম উল্লেখ্য করা হলে ঐ সাংবাদিকগণ তাদের দেয়া নির্ধারিত প্রশ্ন করেন। মতবিনিময় সভায় কারো থেকে কোন প্রশ্ন জানতে চাওয়া হলে, উন্মুক্ত ভাবে বলা হয় প্রশ্নকারী হাত তুলে ইশারা দিবেন। কিন্তু এটা না করে পূর্বে যাদেরকে প্রশ্ন করার জন্য প্রশ্ন দেয়া হয়েছে, তাদেরকে নাম ধরে প্রশ্ন করার জন্য বলা হয়েছে। এইটাই সাংবাদিক ও বিএনপির আবদুল মান্নান এর মধ্যে প্রহসনমূলক মতবিনিময় সভার নামান্তর।
এসময় বিএনপির আবদুল মান্নান গ্রুপের অনুসারী বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ সহ সেনবাগে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।